Islamic Post

মন ভালো করা একটি গল্প | একটি ছোট শিক্ষনীয় গল্প | ইসলামিক গল্প

মন ভালো করা একটি গল্প | একটি ছোট শিক্ষনীয় গল্প | ইসলামিক গল্প

আসসালামুআলাইকুম বন্ধুরা ,আজকে আমরা মন ভালো করে দেওয়া একটি গল্প শুনবো অনেককাল আগের কথা একজন দরিদ্র লোক একটি দুর্গম পাহাড়ী এলাকায় পানি বহনের কাজ করতো তার দুইটি পাত্র ছিল একটি লাঠির দুই প্রান্ত দুটি ঝুলিয়ে কাঁধে নিয়ে আসে পানি বহন করত অনেকটা পথ হেঁটে পাড়ি দিতে হতো দুটি পাত্রের একটি কিছুটা ভাঙ্গা আরেকটি ত্রুটিহীন পানি নিয়ে যেতে যেতে ভাঙ্গা পাত্রটি প্রায় অর্ধেক খালি হয়ে যেত । অপরদিকে ত্রুটিহীন পাত্রটি প্রতিদিন সুন্দরভাবে কানায় কানায় ভরে পানি পৌঁছে দিত এভাবে দরিদ্র লোকের বাড়িতে আর অর্ধেক পাত্র-পাত্রী পৌঁছে দিত স্বাভাবিকভাবেই তার এ কাজের জন্য গর্বিত ও আনন্দিত থাকতো অপরদিকে ভাঙ্গা পাথরের মন খুব খারাপ থাকত সে খুব লজ্জিত আর বিমর্ষ থাকতো কেননা তাকে যে কাজের জন্য বানানো হয়েছিল।

সে তার সেই কাজ পুরোপুরি করতে পারছিলোনা ত্রুটিপূর্ণ পাত্রটি এভাবে অনেকদিন পরিবহনের কাজ করার পর একদিন আর সইতে না পেরে লোকটির কাছে তার ব্যর্থতার জন্য ক্ষমা চাইল সে বলে উঠলো আমি আমাকে নিয়ে লজ্জিত ও হতাশ আমি তোমার কাছে ক্ষমা চাই। দরিদ্র লোকটি জানতে চাইলো কেন তুমি লজ্জা পাচ্ছো তুমি কষ্ট করে রোজ আমাকে বই নিয়ে যাওয়া নদী থেকে আমাকে পানি দিয়ে পূর্ণ করে না অথচ আমি তোমার মনিবের কাছে যেতে যেতে অর্ধেক পানি ফেলে দিই আমার একপাশে ফাটল ফাটল দিয়ে অর্ধেক পানি ঝরে পড়ে যায় লোকটি তার পাত্রটির প্রতি সমবেদনা জ্ঞাপন করলো বললো মন খারাপ করো না হয়তো এর মাঝেও ভালো কিছু আছে যা তুমি এখন বুঝতে পারছ না তবু তার অপরাধ বোধ আর লজ্জা থেকে মুক্তি পেল না যদিও সান্তনার বানী শুনে কিছুটা শান্তি পেল মন খারাপ করে সে প্রতিদিনের মত আজকেও লোকটির কাঁধে চড়ে পানি নিয়ে যেতে লাগল.।

আর পথ চলতে চলতে ফাটল দিয়ে চুঁইয়ে চুঁইয়ে পানি পড়তে লাগল কান্নার সাথে মিলেমিশে এক হয়ে ঝরতে লাগল পাত্রটি পথে যেতে যেতে আশেপাশে দেখে লাগলো সবাই কত ভালো আছে সুখে আছে কি চমৎকার রোদ্রজ্জল সকাল পাহাড়ি পথের পাশে নাম-না-জানা কত শত ফুল ফুটে রয়েছে সকালের রোদে মন ভোলানো হওয়ায় তারা হেলেদুলে ও খেলছে অথচ আমার মাঝে এত কষ্ট কেন পাত্রটি ভাবতে ভাবতে রোজকার মতো আজকেও ধনী লোকের বাড়ি থেকে অর্ধেক পানি পৌঁছে দিল ফিরতি পথে আবার ব্যর্থতার জন্য দরিদ্র লোকদের কাছে এসে ক্ষমা চাইলো তার মন খারাপ দেখে লোকটি একটু থেমে পথের পাশে ফুটে থাকা কিছু পাহাড়ি ফুল ছিঁড়ে এনে দিল তাকে দুঃখ করো না আমি আগে থেকেই তোমার এই ত্রুটির কথা জানতাম তাই যাবার বেলা প্রতিদিন তোমাকে কাদের একই পাশে বই নিয়ে যেতাম আর যেতে যেতে তুমি তোমার ফাটল দিয়ে পানি ছড়িয়ে ছড়িয়ে যেতে আবার কখনো কাঁদতেও.।

এভাবে পথের এক পাশে তুমি প্রতিদিন পানি দিতে দেখো পথের দিকে চেয়ে কত সুন্দর ফুল ফুটে রয়েছে তুমি তো তাদেরকে পানি দিয়েছো অথচ পথের অপর পাশে চেয়ে দেখো ধুলো পাথর ছাড়া আর কিছু নেই কোন ফুল ফোটে নি আজকে আমাদের এই গল্পের নীতিকথা অপকর্মের জন্য অনুশোচনা তাদের মুছে দেয় এবং ভাল কাজের উপর অহংকার তাদের ধ্বংস করে হযরত আলী রাঃ তা’আলা আনহু.।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button