কিছুই জানেন না ক্রিকেটের,বেঙ্গালুরুর মেন্টর সানিয়া
কিছুই জানেন না ক্রিকেটের,বেঙ্গালুরুর মেন্টর সানিয়া

“কিছুই জানেন না ক্রিকেটের,বেঙ্গালুরুর মেন্টর সানিয়া”

তিনি ভারতের টেনিস কিংবদন্তি। কিন্তু পেশাদার ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তবুও, সানিয়া মির্জাকে দেখে অনেকেই অবাক হয়েছেন মহিলা আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) মেন্টর। এবার নিজেই বললেন, ব্যাঙ্গালোরের মেন্টর ক্রিকেটের কিছুই বোঝেন না।
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক তার স্বামী। ছোটবেলায় টেনিসের পাশাপাশি ক্রিকেট ও সাঁতারেও সময় কাটিয়েছেন। কিন্তু ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ‘মেন্টর’ হওয়ার মতো ক্রিকেট জ্ঞান তার ছিল না।
তিনি বলেন, ‘আমি ক্রিকেট সম্পর্কে কিছুই জানি না। (যখন মেন্টর করা হয়) আমি ভাবছিলাম, আমি কি করব? আমি মেয়েদের সাথে কি কথা বলব?’
গতকাল, 36 বছর বয়সী টেনিস তারকা নিজেই বলেছিলেন যে তিনি ক্রিকেট সম্পর্কে ‘কিছুই’ জানেন না। তাহলে কোটি টাকার ক্রিকেট টুর্নামেন্টে আরসিবির মেন্টর হিসেবে কী করবেন সানিয়া?
দুই দশকের টেনিস ক্যারিয়ারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্রিকেটারদের মানসিক শক্তি জোগাতে কাজ করার বিষয়ে তিনি বলেন, “কয়েকদিন আগে অবসর নিয়েছি। ভাবছিলাম জীবনের পরবর্তী ধাপ কী? তারপর সিদ্ধান্ত নিলাম, ভারতের নারী ক্রীড়াবিদদের সাহায্য করব। এবং ভারতের বাইরে। যেকোনো খেলায় মানসিক দিকটি খুবই গুরুত্বপূর্ণ, যা আমি 20 বছর ধরে মোকাবেলা করেছি।’