বাস্তব জীবনের ভালোবাসার কাহিনী । Bengal Romantic story
বাস্তব জীবনের ভালোবাসার কাহিনী । Bengal Romantic story

অন্তর কাঁপানো একটি প্রেমের গল্প কাঁদবেন না প্লিজ লাভ স্টোরি একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো ,একদিন মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায় কিছুদিন পর সেই মেয়েটা দেখা যায় ,অন্য একটি ছেলের সাথে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছে। অতঃপর পূর্বের ছেলেটি ক্ষিপ্ত হয়ে মেয়েটার বাসায় যায় যে মেয়েটার গালে থাপ্পড় মারে আর বলে তুই এত খারাপ আগে জানতাম না জানলে তোর মতো লোকের সাথে প্রেম করতাম না। তুই আসলেই একটা নষ্টা মেয়ে ইত্যাদি বলে মেয়েটাকে গালিগালাজ করে কিন্তু মেয়েটা কোন রেসপন্স দেয় না ।অপরাধীর মতো সব সহ্য করে যখন ছেলেটা বাসা থেকে বের হয়ে যাবে । তখন মেয়েটা বলে উঠলো আর একটা কথা ছিল তুই আর কি বলবি তোর আর কি বলার আছে কিছু না তবে একটা অনুরোধ কি তাড়াতাড়ি বল তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও পারলে আমাকে ভুলে যেও আরে তোর মতো আমি তখনই ভুলে গেছি.
এখন দেখেছি রিক্সা করে অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস কথাগুলো বলে ছেলে টা চলে গেল আর আরোহী বিছানায় শুয়ে চিৎকার করে বলছে হে আল্লাহ তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কিন্তু কিছুক্ষণ পর মেয়েটা ভাবছে না সবকিছু ঠিক আছে আমি নাহয় একটু কষ্টই পেলাম কিন্তু আমার আবির তো এখন সুখি হবে এটাই আমার কাছে বড় পাওয়া তার এক সপ্তাহ পর মেয়েটার সামনে বিয়ের কার্ড হাতে ছেলেটা উপস্থিত আরোহী আমি আগামী শুক্রবার বিয়ে করতে যাচ্ছি প্রথম দাওয়াতটা তোমাকেই দিলাম আসবে তো এসো বলে ছেলে টা চলে গেল তৎক্ষণাৎ আরোহীর চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পরলো কার্ড এর উপরের দিকে তাকিয়ে বলছে হে আল্লাহ আমি আর পারছিনা আমি নিজের চোখে আবিরের বিয়ে দেখতে পারবোনা তুমি একটু সহায় হও আজ শুক্রবার জুম্মার নামাজের পর আবিরের বিয়ের কার্য সম্পন্ন হয় কিন্তু.
বারবার তাকিয়ে দেখছে আরো হে আশিকি না আসলে আজকে একটু অপমান করে মনের জ্বালাটা মেটানো যাবে কিন্তু না আরোহী আসেনি একটা দুঃসংবাদ এসেছে আর এই দুনিয়াতে নেই একটু আগে সে মারা গেছে কথাটা শোনার সাথে সাথে আবির দৌড়ে চলে গেলো আরোহীর বাসায় গিয়ে দেখে তার আরবি ঘুমিয়ে আছে চিরজীবনের মতো ঘুমিয়ে আছে আবির কাটতে পারছিনা শুধু অবাক হয়ে আরোহীর মুখের দিকে তাকিয়ে আছে আর স্মৃতির পটে ভেসে আসছে পূর্বের খুনসুটি গুলো এমন সময় আবিরের ঘর ভেঙে দিয়ে একটি ছেলে বলে উঠল ভাইয়া.
ছেলেটাকে চিনতে একটু ভুল হল না আবিরের এটাই সেই ছেলে যাকে আরোহীর সাথে রিক্সায় দেখেছিল ছেলেটা আবিরের কাঁধে হাত রেখে বলেছে ভাই আপনাকে এই চিঠিটা দিতে বলেছিল আরোহী আপু তুমি অবাক হবে কারণ যে ছেলেটা তোমাকে চিঠি দিল সে আমার ছোট ভাই ও আমার মামাতো ভাই কি করব বল আমি তো জানতাম না যে আমার শরীরের মরণব্যাধি ক্যান্সার আছে জানলে কখনো তোমার সাথে প্রেম করতাম না যখন জানলাম আমি ক্যান্সারের রোগী তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল সিদ্ধান্ত নিলাম তোমার থেকে দূরে সরে যাব না হলে তো তুমি সুখী হতে পারবে না এখন তুমি আমাকে ঘৃণা করো আমার খুব ভালো লাগে কিন্তু একটা কষ্ট কি জানো যখন তুমি আমাকে নষ্টা নর্তকী বাজারের মেয়ে বলে ছিলে তখন সত্যিই খুব খারাপ লাগছিল আমার আমি কি আসলেই এমন যাই হোক আজকে প্রশ্নবিদ্ধ করতে চাইনা.
শুধু একটা অনুরোধ আমাকে যদি একটুও ভালবেসে থাকো তবে সেই ভালবাসার কসম তুমি বিয়ে করে সুখে সংসার করো আমি সবসময় তোমাকে দেখতে চাই তোমার কাছে আমার শেষ চাওয়া চিঠিটা শেষ হওয়ার সাথে সাথে চোখের জলে পুরোটা পৃষ্ঠা ভিজে গেল গল্পটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন.