ইবলিশ শয়তান ও একটি গাছের সুন্দর ইসলামিক শিক্ষনীয় ঘটনা । islamic golpo bangla
ইবলিশ শয়তান ও একটি গাছের সুন্দর ইসলামিক শিক্ষনীয় ঘটনা । islamic golpo bangla

প্রচার করো যদি একটি মাত্র আয়াতও হয় সহি বুখারী আমি প্রচার করছি আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো এবং যে একটা ঘটনা উল্লেখ করেছেন কিছু লোক একটা গ্রামে বাস হঠাৎ করে তারা একটা গাছকে পূজা করা শুরু করে দিলো তারা বলতে লাগলো এটাই আমাদের প্রভূ তারা গাছের সামনে গিয়ে সেজদা দিত গাছের চারিদিকে তাওয়াফ করতেছে তাদের গ্রামে কোন বিপদ আসত তাহলে তারা এই গাছের কাছে বিপদ থেকে উদ্ধার হতে পার্থনা করল এভাবে অনেক দিন চলতে লাগল ওই গ্রামে একটা ঈমানদার লোক বাস করত সে দেখল এটা সম্পূর্ণ শিরক এটা থেকে মানুষকে উদ্ধার করতে হবে কিন্তু মানুষের সাথে কোন রকম ঝামেলা বা ফিতনা-ফাসাদ করা যাবে না তাই সে একটা বুদ্ধি করলো রাতে যখন.
কোন মানুষ থাকবে না তখন গিয়ে কাজটাকে কেটে ফেলে দিবে তাই সে রাতে একটা কুড়াল নিয়ে বেরিয়ে পড়ল পথিমধ্যে শয়তান একটা মানুষের হক নিয়ে তার সামনে হাজির হলো আর বলল তুমি কোথায় যাচ্ছ আমি কাজটা কেক কেটে ফেলে দিতে যাচ্ছি শয়তান বলল-তুমি গাছটাকে কাটতে পারো না ঈমানদার লোকটি বলল আমি কাজটা কি কাটবো তুমি আমাকে আটকাও দেখি শয়তানটাকে আটকানোর চেষ্টা করলো এতে করে দুইজনের মধ্যে তুমুল বিভাগ নিয়ে গেল শেষ মেষ ঈমানদার ব্যক্তির শয়তান তাকে মেরে মাটিতে ফেলে দিলো এবং সে গাছ কাটার উদ্দেশ্যে আবার রওনা হল শয়তান বুঝতে পারল আমি এইভাবে তাকে হারাতে পারবো না তাই সে একটা বুদ্ধি আসলো সেই লোকটার কাছে গিয়ে আবারও বললো শোন ভাই তুমি একটা ঈমানদার ব্যক্তি তুমি এই ঝামেলার মধ্যে যাচ্ছ কেন এই লোকেরা যদি তোমার গাছ কাটা সম্পর্কে জেনে যায় তাহলে তুমি অনেক বড় বিপদে পড়বে আর তারা তো তাদের ঈমান নষ্ট করে ফেলেছে তাদের.
কেন তুমি কষ্ট করবে তোমাকে আমি একটা কথা বলছি তুমি যদি আমার কথা মানো আর ওই গাছটি কাঁদতে না চাও তাহলে তোমাকে আর কোনদিন কাজ করতে হবে না তোমাকে আমি প্রতিদিন সকালে দুই দিন আর করে দিয়ে যাব তুমি শুধু সকালে ফজর নামাজ শেষে দুই দিনের জন্য অপেক্ষা করবে লোকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হল আর সে বলল ঠিক আছে তারপর সে বাড়িতে চলে গেল প্রথম দিন শেষে দুই দিন আর পেলো দ্বিতীয় দিনও পেল পেল কিন্তু চতুর্থ দিন আর সেদিন আর পেলো না তাই সে রাতে কুড়াল নিয়ে আবারও সে গাছ কাটার উদ্দেশে রওনা হল পথিমধ্যে পথিমধ্যে আবারো শয়তান তাকে বাধা দিল শয়তান বলল তুমি কোথায় যাচ্ছ লোকটি বলল আমি ঘাস কাটতে যাচ্ছি আগের মতোই এবারও তাদের মধ্যে তুমুল ঝামেলা মারামারি লেগে গেল কিন্তু এইবার শয়তান তাকে মেরে মাটিতে ফেলে দিলো লক্ষ্মী আশ্চর্য হয়ে গেল.
সে শয়তান কে প্রশ্ন করল আমি আগেরবার তোমাকে মেরে মাটিতে ফেলে দিলাম কিন্তু এইবার পারলাম না কেন শয়তান উত্তর দিল আগেরবার তুমি আল্লাহর জন্য আমার সাথে মারামারি করেছিলে আর এইবার তুমি দুইদিন আর এর জন্য আল্লাহ তাআলা শয়তানকে আগেই বলেছে যদি আমার বান্দা আমার আদেশ নিষেধ মেনে চলে তাহলে তুমি কোনদিনই তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না এই ঘটনা থেকে একটা শিক্ষার বিষয় হলো আমরা যতই নামাজ-কালাম জিকির-আজগার করি না কেন যদি আমাদের মধ্যে ইসলামিক জ্ঞান না থাকে তাহলে যেকোনো সময় শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারেনি তাই শুধু নামাজ-কালাম ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে ইসলামিক বই ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল বেশি বেশি করে শুনতে হবে যাতে আমরা আমাদের ঈমান তাকে বাঁচাতে পারে কারণ যে কোন সময় যে কোন পদ্ধতিতে আমাদের ঈমান নষ্ট করে ফেলে দিতে পারে তাই আমাদের.
উচিত ইসলামিক জ্ঞান অর্জন করা ।